যুক্তরাষ্ট্রে শিল্প উৎপাদন বাড়াতে বিদেশি পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে চীনে নির্মিত ইলেকট্রনিক পণ্য, যার মধ্যে রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাপলের আইফোন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, শুল্কের কারণে আইফোনের দাম ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ফলে হাই-এন্ড মডেলের আইফোনের দাম পৌঁছাতে পারে ২,৩০০ ডলারে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
রয়টার্স জানায়, ট্রাম্প ইতোমধ্যে চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া চলতি বছর আরও দুটি ধাপে ২০ শতাংশ হারে শুল্ক যোগ হয়েছে। ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৫৪ শতাংশ।
বর্তমানে অধিকাংশ আইফোন চীনে তৈরি হয়। ফলে এসব শুল্ক অ্যাপলের উৎপাদন খরচে বড় ধাক্কা দেবে। রোজেনব্ল্যাট সিকিউরিটিজের হিসাব অনুযায়ী, আইফোন ১৬-এর সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম এখন ৭৯৯ ডলার। শুল্কের প্রভাবে এটি বেড়ে ১,১৪২ ডলারে পৌঁছাতে পারে। অন্যদিকে, ১ টেরাবাইট স্টোরেজবিশিষ্ট আইফোন ১৬ প্রো ম্যাক্সের বর্তমান মূল্য ১,৫৯৯ ডলার। শুল্কের বোঝা গ্রাহকদের ঘাড়ে চাপালে এটির দাম গিয়ে ঠেকতে পারে ২,৩০০ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, অ্যাপল হয়তো কিছুটা খরচ নিজে বহন করতে পারে, তবে দীর্ঘ মেয়াদে দাম বাড়ানো ছাড়া তাদের হাতে তেমন বিকল্প থাকবে না। বছরে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে কোম্পানিটি। এর সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ—যেখানে এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি ভোক্তাদের ওপর পড়তে পারে।
এই পরিস্থিতিতে প্রযুক্তিপণ্য প্রেমীদের জন্য আইফোন হতে চলেছে আরও ব্যয়বহুল এক গ্যাজেট। এখন দেখার বিষয়, অ্যাপল এ খরচ কীভাবে সামাল দেয়—নিজে বহন করে নাকি সরাসরি গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?