যুক্তরাষ্ট্রের পেমেন্ট সিস্টেমে প্রবেশ ঠেকাতে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)-এর বিরুদ্ধে মামলা করেছে ১৯টি অঙ্গরাজ্য। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বে ডেমোক্র্যাট-শাসিত এই অঙ্গরাজ্যগুলোর জোট শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলা দায়ের করে।
মামলার অভিযোগ:মাস্কের ডজের কোনো আইনগত অধিকার নেই মার্কিন ট্রেজারি বিভাগের পেমেন্ট সিস্টেমে প্রবেশ করার, যেখানে লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত। ডজের প্রবেশ ফেডারেল তহবিল বিতরণ প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, যা স্বাস্থ্যসেবা, শিক্ষা, জলবায়ু প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করবে।এই তথ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে, যা অঙ্গরাজ্যগুলোর আর্থিক স্থিতিশীলতা এবং নাগরিকদের জন্য হুমকিস্বরূপ।
ট্রাম্প প্রশাসনের অধীনে ইলন মাস্ককে সরকারি ব্যয় ও প্রতারণা তদন্তের জন্য ডজের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে ডেমোক্র্যাটরা এবং বিভিন্ন অধিকার সংগঠন এই পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে, মাস্ক সরকারি সংস্থাগুলো ভেঙে ফেলার চেষ্টা করছেন।ফেডারেল কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করতে চাইছেন। গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘন করছেন।
হোয়াইট হাউস এবং ট্রেজারি বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ফেডারেল বিচারক নির্দেশ দিয়েছেন, ডজের মাত্র দুইজন কর্মী ‘রিড-অনলি’ (শুধু পড়ার অনুমতি) অ্যাক্সেস পাবেন। শ্রম ও শিক্ষা বিভাগের ডাটাবেসে ডজের প্রবেশ ঠেকাতে আরও কয়েকটি মামলা করা হয়েছে।
যেসব অঙ্গরাজ্য মামলা করেছে
নিউ ইয়র্কের পাশাপাশি ক্যালিফোর্নিয়া, ইলিনয়, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরাও মামলায় যোগ দিয়েছেন।এই মামলাটি মাস্কের কার্যক্রমের বিরুদ্ধে বড় ধরনের আইনি চ্যালেঞ্জ তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থায় ডজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?