clock ,

মাহফুজ আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

মাহফুজ আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) গত শনিবার (২৩ মার্চ) সংক্রান্ত চিঠি দেশের সব তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।

সিআইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, মাহফুজ আহমেদ, তার স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য সরবরাহ করতে হবে। বিশেষ করে, ২০১৭ সালের জুলাই থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের নিজস্ব বা মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব, মেয়াদি আমানত, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্রসহ অন্য সব ধরনের সেভিংসের বিবরণী পাঠাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাত কার্যদিবসের মধ্যে এসব তথ্য এনবিআরের সিআইসির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মাহফুজ আহমেদ এর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই পদক্ষেপের পেছনে কী কারণ রয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য