জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ পেলেন বাংলাদেশি কর্মীরা। এবার বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ মিলছে, যেখানে বেতন হবে প্রায় দুই লাখ টাকা (প্রায় ২ লাখ জাপানি ইয়েন)। কারিগরি প্রশিক্ষণ এবং জাপানি ভাষা শিক্ষার পর এসব কর্মীরা বৈধভাবে কাজের সুযোগ পাবেন দেশটিতে।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের সঙ্গে জাপানের এক সমঝোতা স্মারক (MoU) সই হয়। এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষ হলে তাদের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই জাপানে পাঠানো হবে।
কোন কোন খাতে কাজের সুযোগ থাকবে?
জাপানের বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। তাই চুক্তির আওতায় বাংলাদেশি যুবক-যুবতীরা নিচের খাতগুলোতে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ পাবেন:
কেয়ারগিভার
ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং
প্লাস্টিক মোল্ডিং
রড বাইন্ডিং
স্ক্যাফোল্ডিং
কার পেইন্টিং
ওয়েল্ডিং
অটোমোবাইল মেকানিক
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশে চালু করা হয়েছে ‘টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম’ (TITP)। এই প্রোগ্রামের আওতায় জাপানি ভাষা, সংস্কৃতি এবং পেশাগত দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে যারা সফলভাবে কোর্স সম্পন্ন করবেন, তাদেরই জাপানে পাঠানো হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের এই সুযোগ নিতে হলে আগ্রহীদের নির্ধারিত সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া পরিচালনা করছে বাংলাদেশ সরকারের অধীনস্থ Bureau of Manpower, Employment and Training (BMET) এবং Japan Development Scholarship (JDS) Program।
আবেদনকারীকে BMET-এর অফিসিয়াল ওয়েবসাইট (http://www.bmet.gov.bd) এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এ বিষয়ে আজ সোমবার (২১ এপ্রিল) বিএমইটির একজন জনসংযোগ কর্মকর্তা জানান, “জাপানে কাজ করতে আগ্রহীরা ইতোমধ্যেই প্রশিক্ষণের জন্য আবেদন শুরু করেছেন। আমরা এই সুযোগকে আরও সহজ এবং বিস্তৃত করার চেষ্টা করছি যাতে গ্রামীণ ও পিছিয়ে পড়া শ্রেণির তরুণ-তরুণীরাও উপকৃত হতে পারেন।”
চাকরির পাশাপাশি সাংস্কৃতিক সংযুক্তি
উল্লেখ্য, ২০১৭ সাল থেকেই জাপানে বাংলাদেশি কর্মীরা কারিগরি শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। তবে এবারই প্রথম আনুষ্ঠানিক চুক্তির আওতায় বিনামূল্যে প্রশিক্ষণ এবং বিনা খরচে কর্মসংস্থানের পথ উন্মুক্ত হলো। ফলে জাপানে কর্মী পাঠানোর নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?