ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে মুক্তি দেওয়া হচ্ছে। ২ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামী রবিবার (৫ জানুয়ারি) আন্তর্জাতিক জলসীমায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ডের কাছে ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করবে এবং ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে গ্রহণ করবে। পাশাপাশি, ভারতে আটক থাকা দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার এবং বাংলাদেশে আটক থাকা ছয়টি ভারতীয় ফিশিং বোটও হস্তান্তরিত হবে।
এই প্রক্রিয়া সমন্বিতভাবে পরিচালনা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।
এ কার্যক্রম ৫ জানুয়ারি আন্তর্জাতিক জলসীমায় সম্পন্ন হবে এবং ৬ জানুয়ারি বিকেলে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা হচ্ছে।
আটকের পেছনের ঘটনা
ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১০ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড দুটি বাংলাদেশি ট্রলার আটক করে, যেখানে ৭৮ জন নাবিক ছিলেন। এর আগে সেপ্টেম্বরে আরও ১২ বাংলাদেশি জেলে আটক হন, যখন তাদের ট্রলার ভারতের জলসীমায় ডুবে যায়।
অন্যদিকে, গত অক্টোবর-নভেম্বর মাসে ছয়টি ভারতীয় ট্রলার বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে, যেখানে ৯৫ জন জেলে ছিলেন। ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ওই ভারতীয় জেলেদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাদের ট্রলার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আটক ভারতীয় জেলেরা বর্তমানে বাগেরহাট ও পটুয়াখালীর কারাগারে রয়েছেন।
এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?