clock Sunday, 23 March 2025, ৯ চৈত্র ১৪৩১

নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

নিউইয়র্কে টিভি অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড

২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যালব্যান্সে এক ব্যক্তিকে হত্যার দায়ে নিউইয়র্কের এক টিভি অভিনেতা আইজিয়া স্টোকসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক কেনেথ হোল্ডার রায় ঘোষণা করেন।

৪৫ বছর বয়সী স্টোকস ৩৭ বছর বয়সী টাইরন জোনসকে গুলি করে হত্যা করেন। অভিযোগপত্র সাক্ষ্য অনুযায়ী, ২০২০ সালের অক্টোবর মাসে কুইন্সের একটি ক্লাবে জোনসের জন্মদিনের পার্টিতে তাদের দেখা হয়। সেখানে স্টোকস নারী অতিথিদের প্রতি অনুচিত আচরণ করলে জোনস তাকে পার্টি ছেড়ে যেতে বলেন। নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয় এবং স্টোকস পার্টির অন্য অতিথিদের সঙ্গে হাতাহাতিতে আহত হন।

পরবর্তী সময়ে, ২০২১ সালের ২৯ জানুয়ারির দিকে স্টোকস জোনসের গাড়ির নিচে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেন, যা তিনি হত্যাকাণ্ডের দিন জোনসকে খুঁজে বের করতে ব্যবহার করেন। ২০২১ সালের ফেব্রুয়ারি দুপুরে, স্টোকস একটি হ্যান্ডগান বের করে জোনসের গাড়ির দিকে ১১ বার গুলি ছোড়েন। এতে জোনসের মাথা বুকে একাধিক গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পাঁচ মাস পর, ২০২১ সালের ১৬ জুলাই স্টোকসকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর কুইন্স সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।


You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য