clock ,

এআই খরচ সামাল দিতে মাইক্রোসফটের বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৯ হাজার

এআই খরচ সামাল দিতে মাইক্রোসফটের বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৯ হাজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে এবং খরচ নিয়ন্ত্রণে আনতে বড় ধরনের কর্মীছাঁটাইয়ের পথে হাঁটল মাইক্রোসফট। নতুন করে প্রায় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে এটি তাদের মোট কর্মীর প্রায় শতাংশ।

২০২৪ সালের হিসাবে, মাইক্রোসফটের কর্মীসংখ্যা ছিল প্রায় লাখ ২৮ হাজার। সেই সংখ্যা থেকেই এই বিপুলসংখ্যক কর্মী চাকরি হারাচ্ছেন। প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “বাজার প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে আমাদের কোম্পানি টিমে সাংগঠনিক রূপান্তর জরুরি হয়ে উঠেছে।

এর আগে চলতি বছরের মে মাসেও মাইক্রোসফট হাজার কর্মী ছাঁটাই করেছিল। নতুন এই ছাঁটাই তারই ধারাবাহিকতা।

মাইক্রোসফট জানিয়েছে, তারা এআই প্রযুক্তিকে আরও গভীরভাবে পণ্য সেবার সঙ্গে যুক্ত করতে চায়। ব্যবস্থাপনা কাঠামোকে আরও সরল দক্ষ করে গড়ে তোলার অংশ হিসেবেই এই পুনর্গঠন। তাদের ভাষায়, “আমরা এমন একটি কর্মপরিবেশ গড়তে চাই যেখানে কর্মীরা এআই-এর সহায়তায় আরও সৃজনশীল ফলপ্রসূ হতে পারেন।

বিশ্লেষকেরা বলছেন, ওপেনএআই চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই প্রযুক্তির সঙ্গে অংশীদারিত্বের কারণে মাইক্রোসফট এআই খাতে গত এক বছরে বিপুল বিনিয়োগ করেছে। সেইসঙ্গে বেড়েছে অবকাঠামোগত ব্যয়। এই খরচ সামাল দিতেই ছাঁটাইয়ের সিদ্ধান্ত।

মাইক্রোসফট জানিয়েছে, চাকরি হারানো কর্মীদের জন্য সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যবিমা, পুনঃপ্রশিক্ষণ এবং কর্মসংস্থান পরামর্শসহ সব ধরনের সহায়তা দেওয়া হবে।

শুধু মাইক্রোসফট নয়গুগল, মেটা, অ্যামাজনসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই পথে হাঁটছে। লক্ষ্য একটাই: অটোমেশন, এআই এবং খরচ নিয়ন্ত্রণ। বিশ্লেষকদের মতে, এই ছাঁটাই প্রক্রিয়া ভবিষ্যতে আরও জোরালো হতে পারে, কারণ প্রযুক্তি খাত ক্রমেই মানুষের পরিবর্তে মেশিন সফটওয়্যারের ওপর নির্ভর করছে।

প্রযুক্তির এই রূপান্তর যেমন ভবিষ্যতের কর্মসংস্থানের ধরন পাল্টে দিচ্ছে, তেমনি চাকরি হারানোর ঝুঁকিও বাড়াচ্ছে। মাইক্রোসফটের এই সিদ্ধান্ত তাই শুধু একটি কোম্পানির গল্প নয়বরং বিশ্বব্যাপী কাজের জগতে আসন্ন পরিবর্তনেরই ইঙ্গিত।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য