clock ,

যুক্তরাষ্ট্রে মধ্যরাতে ট্রাক থেকে ১৩ অভিবাসী উদ্ধার, চালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ

যুক্তরাষ্ট্রে মধ্যরাতে ট্রাক থেকে ১৩ অভিবাসী উদ্ধার, চালকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ

যুক্তরাষ্ট্রে মানবপাচারের অভিযোগে এক ট্রাকচালককে আটক করেছে বর্ডার পেট্রোল। নিউ মেক্সিকোর স্টেট রোড ২৬- ডেমিং হ্যাচ শহরের মাঝামাঝি এলাকায় ২৬ জুন মধ্যরাতের কিছু পর চালকের সেমি ট্রাকের ক্যাব ফ্ল্যাটবেড ট্রেইলার থেকে ১৩ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।

সীমান্ত টহলরত কর্মকর্তারা সন্দেহজনকভাবে ট্রাকটিকে থামিয়ে অভিবাসন যাচাই শুরু করেন। পুলিশের সিগন্যাল লাইট দেখার পর ট্রাকচালকযিনি একজন মার্কিন নাগরিকগাড়ি থামান। এরপর ক্যাব অংশে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে খুঁজে পান কর্মকর্তারা, যার যুক্তরাষ্ট্রে থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না।

পরবর্তীতে ট্রাকের ফ্ল্যাটবেড অংশে একটি গোপন কক্ষ থেকে আরও ১২ জন অভিবাসীকে গাদাগাদি অবস্থায় উদ্ধার করা হয়। ইউএস বর্ডার পেট্রোলের এল পাসো সেক্টরের অস্থায়ী প্রধান ওয়াল্টার এন. স্লোসার অভিবাসীদের যাত্রাপথের অমানবিক চিত্র তুলে ধরে বলেন, “মানবপাচারকারীরা কেবল অর্থের জন্য মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছে।

তদন্তকারীরা জানিয়েছেন, ট্রাকচালকের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের পরিবহনের অভিযোগ আনা হয়েছে এবং উদ্ধারকৃত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চালকের নাম অভিবাসীদের নাগরিকত্ব তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

সম্পর্কিত খবর

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য