বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আবারও গানে ফিরছেন! এক দীর্ঘ অসুস্থতার পর সুস্থ হয়ে উঠে তিনি শ্রোতাদের জন্য নতুন করে গাইবেন।
আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে তার মঞ্চে ওঠার কথা রয়েছে। এরপর তিনি চট্টগ্রামেও একটি স্টেজ শো করবেন। এই খবর নিশ্চয়ই সবাইকে উচ্ছ্বসিত করে তুলবে।
সাবিনা ইয়াসমিন নিজেই জানিয়েছেন, “আল্লাহর রহমতে গানে ফিরছি। আমি তো গানের মানুষ। ছয় দশক গানে গানে কাটছে। গান ছাড়া তো আর কিছু ভাবতে পারি না। সেই আনন্দের জায়গায় ফিরছি, খুবই ভালো লাগছে।”
গত বছর সাবিনা ইয়াসমিন একটি জটিল অস্ত্রোপচার করেছিলেন এবং তারপর চার মাস ধরে রেডিওথেরাপি নিয়েছিলেন। এই সময়টি তার জন্য খুব কঠিন ছিল। তিনি বলেন, “এটা ছিল কঠিন এক যুদ্ধ, তবে মনোবল ছিল শক্ত।” তবে দেশবাসীর দোয়া ও সবার ভালোবাসা তাকে এই যুদ্ধে জয়লাভ করতে সাহায্য করেছে।
স্টেজ শোর পাশাপাশি সাবিনা ইয়াসমিন নতুন গান রেকর্ডিং করার পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই তিনি কয়েকজন সঙ্গীত পরিচালকের সাথে যোগাযোগ করেছেন। স্টেজ শোর জন্য তিনি ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়া দিচ্ছেন।
সাবিনা ইয়াসমিনের ফিরে আসা বাংলা গানের জগতে একটি নতুন সুর তুলে ধরেছে। তার এই ফিরে আসা সকলের জন্য একটি উৎসবের মতো। আশা করা যায়, তিনি আরও অনেক দিন গানে গানে আমাদের মন মাতিয়ে রাখবেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?