জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিল এক চিঠির মাধ্যমে জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছেন।
চিঠিতে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির জুয়েলারি দোকানগুলোর পূর্ণাঙ্গ বা আংশিক তালিকা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে এনবিআরের একটি বৈঠকে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা হয়। বৈঠকে সমিতির নেতারা সোনা আমদানি, ভ্যাট, ব্যাগেজ রুলসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, অনেক জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতার বাইরে। তাঁরা প্রস্তাব করেন, অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় এনে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার সমাধান করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এনবিআর সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
বৈঠকে এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জসহ ১৮ জেলার সব জুয়েলারি দোকানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।
এছাড়া, চিঠিতে জানানো হয়, ইএফডি স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি একটি অনলাইন সচেতনতামূলক সভা আয়োজন করা হবে। এই সভার পর জেনেক্স ইনফোসিস মাঠপর্যায়ে ইএফডি স্থাপনের কাজ শুরু করবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?