জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রবেশের সময় পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নেয়ামত উল্লাহ (৫০), যিনি ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন তিনজন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, একই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। আসমত উল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?