clock ,

শ্বশুরবাড়ি থেকে গহনা ও টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

শ্বশুরবাড়ি থেকে গহনা ও টাকা নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার মূল্যবান মোবাইল ফোন নিয়ে উধাও হয়েছেন প্রবাসীর স্ত্রী সোয়া আক্তার (২২) ঘটনাটি ঘটে গত এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে। উধাও হওয়া সোয়া আক্তার ওই গ্রামের সাইপ্রাস প্রবাসী ইসমাঈলের স্ত্রী এবং নূর জামালের মেয়ে।  ঘটনায় ইসমাঈলের বাবা মো. জামাল হোসেন সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর ইসলামি শরিয়াহ মোতাবেক ইসমাঈল সোয়ার বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর ইসমাঈল জীবিকার তাগিদে সাইপ্রাসে চলে যান। স্বামী প্রবাসে থাকার সুযোগে সোয়া আক্তার তার বাবার বাড়ি যাতায়াতের সুবাদে একাধিক ছেলের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের। গত এপ্রিল সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে তিনি স্বামীর বাড়ির আলমারি থেকে নগদ এক লাখ টাকা, এক ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং একটি দামী মোবাইল ফোন নিয়ে চলে যান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুর জামাল হোসেন মেয়েটির বাবার বাড়িতে গিয়ে খোঁজ নিলে তারা কিছু জানেন না বলে জানায়। পরবর্তীতে সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন জামাল হোসেন।

বিষয়ে অভিযোগকারী বলেন, “আমি থানায় অভিযোগ করার পর পুলিশ তদন্তে আসে। তবে এখনও আমার পুত্রবধূর কোনো খোঁজ পাইনি।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই পান্নু শেখকে মোবাইলে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ বিষয়ে আমি ফোনে কিছু বলব না। থানায় এসে কথা বলুন।

স্থানীয়ভাবে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য