clock ,

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের করোনা আতঙ্ক

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফের করোনা আতঙ্ক

দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-১৯ সংক্রমণ। ব্লুমবার্গ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হংকং, সিঙ্গাপুর, চিন এবং থাইল্যান্ডে কোভিড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হংকং সিঙ্গাপুর ইতিমধ্যেই জারি করেছে সতর্কতা।

চলতি মে মাসের শুরুতেই হংকংয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে কোভিডে, যা প্রশাসনকে সতর্ক করে তুলেছে। শহরের সেন্টার ফর হেলথ প্রোটেকশন জানিয়েছে, মার্চের . শতাংশ পজ়িটিভ হার বেড়ে মে মাসে ১১. শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালের অগাস্টের পর সর্বোচ্চ।

বিশেষজ্ঞ অ্যালবার্ট বলেন, “বয়স্ক এবং শারীরিক সমস্যায় আক্রান্তদের মধ্যেই মৃত্যুর হার বেশি। শহরের ঘনবসতি এবং বিপুল জনসংখ্যা সংক্রমণ রোধে বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

সিঙ্গাপুরেও পরিস্থিতি উদ্বেগজনক। মে মাসের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১৪,২০০, যা আগের সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল দীর্ঘদিন বুস্টার ডোজ না নেওয়া, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে। সিঙ্গাপুরে বহু মানুষ এক বছরেরও বেশি সময় ধরে বুস্টার পাননি, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের দুর্বল করে তুলছে।

চিনের স্বাস্থ্য দপ্তর জানায়, গত পাঁচ সপ্তাহে হাসপাতাল ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সংক্রমণের মাত্রা বুঝতে হাসপাতাল চিকিৎসাধীন রোগীদের মধ্যে নিয়মিত করোনা পরীক্ষা চালানো হচ্ছে। হংকং সিঙ্গাপুরে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চিনেও নমুনা পরীক্ষার হার বাড়ানো হয়েছে।

এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত সংক্রান উৎসবের পর সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যায়, যা উৎসবকালীন সামাজিক জমায়েতকে দায়ী করছে প্রশাসন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বস্ত করেছে যে, দেশজুড়ে এখনও পর্যন্ত কোভিড সংক্রমণ বৃদ্ধির কোনও লক্ষণ দেখা যায়নি। প্রশাসনের মতে, দেশে নতুন করে করোনা ঢেউ আসার সম্ভাবনা কম।

তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, হংকং সিঙ্গাপুরে সংক্রমণ বৃদ্ধির ঘটনায় ভারতকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আন্তর্জাতিক যাতায়াত এবং টিকা কার্যক্রমে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য