clock ,

চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল হয়ে তোলপাড়

চলন্ত ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা, ভিডিও ভাইরাল হয়ে তোলপাড়

চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের দরজার বাইরে ঝুলছেন, ভেতর থেকে কেউ তার হাত ধরে আছেন। বারবার আর্তনাদ করলেও শেষ পর্যন্ত হাত ছেড়ে দিলে তিনি রেললাইনে পড়ে যান। ঘটনাটি ঘটেছে রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে, বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেলস্টেশন এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, আহত ওই ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়ইল গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন। পারিবারিক সূত্র জানায়, মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত। তার মাধ্যমে দুই বছর আগে বগুড়ার আদমদীঘি উপজেলার তালসন গ্রামের সজীব নামের এক যুবক সৌদি আরব যান। সেখানে গিয়ে ইকামা সংক্রান্ত সমস্যার কারণে সজীব কাজ শুরু করতে না পারায় মতিউরের সঙ্গে তার পরিবারের বিরোধ তৈরি হয়।

ভুক্তভোগীর ছেলে আহসান হাবিব বলেন, “আমার বাবা বগুড়া থেকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে সান্তাহার যাচ্ছিলেন। নসরতপুর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছানোর আগেই বাবার কামরায় থাকা ১০-১২ জন যুবক তাকে মারধর শুরু করেন। পরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। ভাগ্যক্রমে ট্রেনের চাকা তার শরীরের ওপর দিয়ে যায়নি, তবে তার একটি পা ভেঙে গেছে।

আহত অবস্থায় মতিউরকে প্রথমে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে বগুড়ার একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। মামলার বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব অভিযোগ করেন, “এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা নেয়নি।”  বিষয়ে সৌদি প্রবাসী সজীবের চাচা জাহাঙ্গীর আলম বলেন, “মতিউর আমাদের ভাতিজার সঙ্গে প্রতারণা করেছে। তবে তাকে মারধর বা ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় আমরা জড়িত না।” ঘটনার বিষয়ে জানতে চাইলে সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “ভিডিওটি আমরাও দেখেছি, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এখন প্রশ্ন উঠছেএকজন মানুষকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে আসার পরও কেন তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি? ভিডিও ভাইরাল হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা উদ্বেগের জন্ম দিচ্ছে।

 

You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?

আমাদের অনুসরণ করুন

জনপ্রিয় বিভাগ

সাম্প্রতিক মন্তব্য