বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ভারত

মুম্বাইয়ে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে গিল-কোহলির ফিফটিতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে ভারত।

ওয়াংখেড়ের ব্যাটিং সহায়ক উইকেটে রহিত এবং শুভমান গিলের ৫০ বলে ৭১ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় ভারত। দলীয় ৭১ রানে ২৯ বলে ৪৭ রান করে অধিনায়ক রোহিত সাজঘরে ফিরলে ক্রিজে আসেন দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি। এরপর কোহলিকে সঙ্গে নিয়ে কিউই বোলারদের শাসন করছিলেন গুল। রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে ৬৫ বলে ৭৯ রান করেন এই ব্যাটার। গিলের বিদায়ের পরও কমেনি ভারতীয়দের আগ্রাসন। কোহলি-আয়ারের ৫০ বলে ৫৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছে ভারত। ৩১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২১ রান।

৬ চার এবং ১ ছয়ে কোহলির সংগ্রহ ৭৪ বলে ৭০ রান। অপর প্রান্তে ১৯ মোকাবিলায় ২২ রানে ব্যাট করছেন শ্রেয়াস আয়ার।