আজ এশিয়া কাপে বড় চ্যালেঞ্জের ম্যাচ টাইগারদের

বাংলাদেশের সুপার ফোরের শুরুটা হয়েছে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে। ফাইনালের আশা টিকিয়ে রাখতে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে আজ সুপার ফোরে নিজদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি টাইগাররা। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানান, টসে জিতলে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিতেন।

আজকের ম্যাচের জন্য একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় দলে এসেছেন নাসুম আহমেদ। তবে কোনও পরিবর্তন নেই শ্রীলঙ্কার একাদশে। টানা ১১ ম্যাচ জিতেছে তারা। এ ম্যাচেও ওই ধারা বজায় রেখে দল হিসেবে টানা ম্যাচ জয়ের রেকর্ডে দ্বিতীয় অবস্থানে উঠে আসতে চাইবে লঙ্কানরা।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।