Bengaluru Techie Suicide

মাত্র একটি ফোন কল! ফাঁদে পা দিলেন ফেরার নিকিতা, পুলিশের জালে আত্মঘাতী অতুলের স্ত্রী

নিকিতারা ‘ফেরার’ হতেই নড়েচড়ে বসে বেঙ্গালুরু পুলিশ। এর পর উত্তরপ্রদেশে পৌঁছে যায় পুলিশের একটি দল। সিমকার্ড ছাড়া হোয়াট্‌সঅ্যাপে ফোন করছিলেন বলে নিকিতার নাগাল পেতে বেগ পেতে হচ্ছিল পুলিশকে।

মাত্র একটি ফোন কল! ফাঁদে পা দিলেন ফেরার নিকিতা, পুলিশের জালে আত্মঘাতী অতুলের স্ত্রী

বেঙ্গালুরুর আত্মঘাতী যুবক অতুল সুভাষ। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৯
Share:

স্ত্রীর দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। অভিযোগ এমনটাই। তা নিয়ে দেশজোড়া বিতর্কের মুখে রবিবার গুরুগ্রাম থেকে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে গ্রেফতার করা হয়েছে! পাশাপাশি, গ্রেফতার হয়েছেন নিকিতার মা নিশা সিংহানিয়া এবং ভাই অনুরাগ সিংহানিয়াও। অভিযোগ, আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তাঁরা। কিন্তু কী ভাবে সুদূর উত্তরপ্রদেশে থাকা নিকিতার খোঁজ পেল বেঙ্গালুরু পুলিশ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতুল-মামলাকে ঘিরে বিতর্ক শুরু হতেই ঘরছাড়া হন উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা নিকিতারা। ফোনও ছিল বন্ধ। গ্রেফতারি এড়াতে বার বার অবস্থান বদলাচ্ছিলেন তিনি। শুধুমাত্র হোয়াট্‌সঅ্যাপেই পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখতেন নিকিতা। ফোনও করতেন সেখানেই।

অন্য বিষয়গুলি:

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: