চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠাঁই পাওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে

আজ (৬ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম সাত ম্যাচের ছয়টিতেই হেরে পয়েন্ট টেবিলের নবম স্থানে টাইগাররা। অন্যদিকে সাত ম্যাচে মাত্র দুই জয় নিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা, তাদেরও সেমিফানাইলের আশাও কার্যত শেষ।

তবে মোটেও গুরুত্ব হারাচ্ছেনা আজকের এই ম্যাচ। চলমান বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম সাত দল এবং স্বাগতিক পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে অবশ্যই নিজেদের শেষ দুই ম্যাচ জিততে চাইবে দুই দলই।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন। টানা ছয় ম্যাচ হেরে প্রথম দল হিসেবে সেমির আগেই বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের। চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করতে শেষ দুই ম্যাচে দুই জয়ের কঠিন সমীকরণ সামনে রেখে লঙ্কানদের মুখোমুখি টাইগাররা।

বিশ্বকাপের ঠিক আগেই এশিয়া কাপে মুখোমুখি দুই দেখায় লঙ্কানদের কাছে হেরেছে বাংলাদেশ। ইতিহাসও টাইগারদের হয়ে কথা বলছেনা। বিশ্বকাপে দুদলের আগের চার দেখায় জয়শূন্য বাংলাদেশ। শ্রীলঙ্কার জয় তিন ম্যাচে এবং একটি ম্যাচ হয়েছিল পরিত্যাক্ত। শেষ দুই ম্যাচে জয় তুলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে চায় বাংলাদেশ। তাই জয়ের বিকল্প কিছু ভাবছে না টাইগাররা।

অন্যদিকে, মোটেও স্বস্তিতে নেই লঙ্কানরা। নিজেদের খেলা শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের লজ্জাজনক হারের দুঃসহ স্মৃতি নিয়ে মাঠে তারা। বিশ্বকাপে দ্বিতীয় এবং ওয়ানডে ইতিহাসে তৃতীয় বড় ব্যবধানে হারের রেকর্ড এখন লঙ্কানদের। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিশ্বকাপে সর্বনিম্ন রানের লজ্জা থেকেও বাংলাদেশের নাম মুছে ফেলে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে এক জয় বেশি নিয়ে দলটি রয়েছে টেবিলের সাতে। নিজেদের অবস্থান ধরে রেখে চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা নিশ্চিত করতে পরের ম্যাচগুলো জিততে মরিয়া লঙ্কান বাহিনী।