মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীবাসীর যোগাযোগ সুবিধা আরেকটু বাড়লো। উদ্বোধন করা হয়েছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। আগারগাঁও স্টেশনে টিকেট কেটে মেট্রোরেলে চড়ে মতিঝিলের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ার মধ্য দিয়ে কার্যত পূর্ণতা পেতে যাচ্ছে এই পরিষেবা। সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেল চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। এলিভেটেড লাইন হওয়ায় রাজধানীর চিরচেনা যানজটে পড়তে হবে না যাত্রীদের। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথের জন্য ভাড়া গুণতে হবে ১০০ টাকা। অবশ্য শুরুতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের সবগুলো স্টেশনে মেট্রোরেল থামবে না। চলবে সকাল থেকে রাত পর্যন্ত। তবে ক্রমান্বয়ে মেট্রোরেলের সবগুলো স্টেশনে ট্রেন থামবে। তখন যাত্রীদের আরও সুবিধা হবে বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে মেট্রোরেল ও এর যাত্রীদের নিরাপত্তা দিতে বিশেষ পুলিশ বাহিনী কাজ করছে। তারা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন মেট্রোরেল স্টেশন ও ট্রেনে থাকা যাত্রীদের নিরাপত্তায় কাজ করবেন।