‘শান্তির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথ শাখা শোভাযাত্রা করেছে।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় মুজিব চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে সেইভের সাধারণ সম্পাদক আব্দুল হাদি, সংগঠনের সদস্যসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদু হাদি, শহীদ কাউসার, আব্দুর রহমান গিলমান, আরিফা ইসলাম ভাবনা, ইসতিয়াক ফেরদৌস ইমনসহ অন্যান্য সদস্যরা।
এ সময় সাধারণ সম্পাদক আবদুল হাদি বলেন, আন্তর্জাতিক অহিংসা দিবস বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা পালিত হয় না। সেইভের সহযোগিতায় MGR এবং USAID এর অর্থায়নে ইবিতে প্রথম বারের মত আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।