নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে পর্যটক-জেলেদের যাতায়াতের অনুমতি

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞার শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে সুন্দরবন। পহেলা সেপ্টেম্বর থেকে পর্যটকদের পাশাপাশি জেলেরাও পাচ্ছেন মাছ ধরার অনুমতি। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন বাড়াতে পহেলা জুন থেকে ৩১শে আগস্ট সুন্দরবনে সব ধরনের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বন ও পরিবেশ মন্ত্রণালয়।

শরণখোলার জেলেরা জানান, মাছ ধরা বন্ধ থাকায় বন সংলগ্ন শরণখোলা উপজেলায় প্রায় চার হাজার জেলে পরিবার অতিকষ্টে জীবনযাপন করেছেন। কেউ কেউ কাজের জন্য ঢাকা কিংবা চট্টগ্রাম চলে গেছেন।

স্থানীয়রা জানান, তিন মাসের নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা হিসেবে ৮৬ কেজি চাল সবাই পায়নি। তাছাড়া জেলেদের স্বার্থে নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনাসহ বিএলসি নবায়ন ও নতুন বিএলসি করার জন্য যে টাকা বন বিভাগ ধার্য্য করে তা কমিয়ে আনার দাবিও জানান তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মাহাবুব হাসান বলেন, আশা করি নিষেধাজ্ঞার পর সুন্দরবনে মাছের উৎপাদন অনেকটা বেড়েছে।