ব্যাটিং দিয়ে টাইগারদের এশিয়া কাপ শুরু

এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, ব্যাটিং সহায়ক এই উইকেটে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়া সম্ভব। তবে টস হারলেও অখুশি নন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তিনি জানান, টস জিতলেও বোলিংয়ের সিদ্ধান্তই নিতেন তিনি।

এশিয়া কাপের এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। অসুস্থতায় লিটন দাস ছিটকে পড়ায় তানজিদের ওয়ানডে অভিষেক অনেকটা নিশ্চিতই ছিল। বাংলাদেশের ১৪৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ক্যাপ পেয়েছেন ২২ পেরুনো প্রতিভাবান এই বাঁহাতি তরুণ।

বাংলাদেশের একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার একাদশ:
দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।