আবুধাবিতে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার বাদে এশা আবুধাবির বাংলাদেশ সমিতির মিলনায়তনে এই আয়োজন করা হয়।
সৈয়দ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতির আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক নাসির তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য দেন প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি রফিকুল ইসলাম, আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসীম, মোছাফফা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন শিকদার, সংগঠনের সহ সভাপতি তৈয়ব খান, মোহাম্মদ সেলিম, রবিউল হোসেন তালুকদার, প্রচার সম্পাদক তানভীর হোসেন, জনতা ব্যাংক আবুধাবি শাখার সিনিয়র কর্মকর্তা রবিন কবির এনামুল।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে দেশে অগ্রযাত্রাকে ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান৷
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলোয়াত করেন মাওলানা মমতাজ উদ্দিন। পরে ১৫ আগস্ট ও ২১ আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।