সাম্প্রতিক সময়ে ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা-ভূমিধ্বসে ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন মন্ত্রী।
শনিবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. মোমেন বলেন, ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা-ভূমিধ্বসের কারণে মানুষের প্রাণহানি এবং যথেষ্ট ক্ষয়ক্ষতির মর্মান্তিক ঘটনা জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। আমরা ভারত সরকারের তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনার প্রচেষ্টা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রশংসা করছি। তিনি বলেন, আমাদের প্রার্থনা শোকাহত পরিবারগুলোর প্রতি। যারা এ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
ভারত সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত শিগগিরই এ পরিস্থিতি কাটিয়ে উঠবে।