পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি মারা যাবার আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কেপ ভার্দের কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশটির সাল দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ১০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী ছিল বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে।
দেশটির কর্মকর্তারা আরও জানান, প্রায় মাসখানেক আগে নৌকাটি শতাধিক আরোহী নিয়ে সেনেগাল থেকে যাত্রা শুরু করে।
স্থানীয় পুলিশ বলছে, গত সোমবার নৌকাটি প্রথমবার চিহ্নিত করা হয়। কাঠের তৈরি নৌকাটিকে সাল দ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রথম দেখতে পাওয়া যায়। স্পেনের একটি মাছ ধরা নৌকা সেই নৌকাটিকে দেখার পর পুলিশকে জানায়।
এদিকে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানিয়েছে, উদ্ধার হওয়া ৩৮ জনের মধ্যে চারজন শিশু। তাদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে।