বিচ্ছেদের ঘোষণা ট্রুডো-সোফির

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফির দাম্পত্য জীবন অনেকের কাছেই ঈর্ষণীয় ছিল। এ নিয়ে হরদম চর্চাও লক্ষ করা গেছে। আবারো নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তারা। তবে এবার তারা আলোচনায় এসেছেন বিচ্ছেদের ঘোষণা দিয়ে। বুধবার ইনস্টাগ্রাম পোষ্টে এ ঘোষণা দেন ট্রুডো। সোফিও তাঁর ইনস্টাগ্রামে একই ঘোষণা দিয়েছেন।

ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা। বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন উভয়ই। বিবাহিত জীবনে তিন সন্তানের জনক-জননী ট্রুডো ও সোফি। তাই বিচ্ছেদের পথ বেঁছে নিলেও তাঁরা পরিবারের মতো হয়েই থাকবেন। তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়, সেটা নিশ্চিত করতে মনোযোগী হবেন কানাডার প্রধানমন্ত্রী ও সোফি।

এই ঘোষণার মধ্য দিয়ে অবসান ঘটলো ট্রুডো-সোফির ১৮ বছরের দাম্পত্য জীবনের। ২০০৫ সালের ২৮ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। ২০০৩ সালে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রুডো ও সোফি। সেখান থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তবে দুজনের চেনাজানা ও পরিচিতি ছোটবেলা থেকেই। সোফি ছিলেন ট্রুডোর ছোট ভাই মিশেলের সহপাঠী।