রাশিয়ার রাজধানী মস্কোর সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত করেছে তুর্কমেনিস্তানের প্রধান এয়ারলাইন্স কোম্পানি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাজধানী মস্কোতে টানা ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তুর্কমেনিস্তান এয়ারলাইন্স।
এক বিবৃতিতে তুর্কমেনিস্তান এয়ারলাইন্স জানায়, মস্কোর আকাশসীমায় উত্তেজনাকর পরিস্থিতির কারণে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার পর তুর্কমেনিস্তান এয়ারলাইন্সের আশগাবাট-মস্কো-আশগাবাট রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে। মস্কোর বদলে তাদের ফ্লাইট কাজানে অবতরণ করবে। শহরটি মস্কো থেকে পূর্ব দিকে ৭০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।
গত দুই দিন রাজধানী মস্কো ও এর আশেপাশে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। এসব ড্রোন হামলায় কোনও প্রাণহানির খবর না পাওয়া গেলেও নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়। মঙ্গলবার নতুন আরেকটি ডোন হামলায় চালায় ইউক্রেন। ড্রোনটি রাশিয়ার তিনটি মন্ত্রণালয় থাকা একটি বহুতল ভবনে আঘাত হানে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কিয়েভ।
কিছুদিন আগে ইউক্রেনের ড্রোন হামলার পর মস্কোর ভনুকভো বিমানবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। বেশ কয়েক ঘন্টা পর আবার বিমান উড্ডয়ন ও অবতরণ শুরু হয় বিমানবন্দরটিতে।