মস্কোর আবাসিক এলাকায় কিয়েভের ড্রোন হামলার পাল্টা জবাব দিতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন। সোমবার এ হামলার ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। তবে তাদের লক্ষ্যবস্তু বেসামরিক স্থাপনা ছিল না, বরং ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লেমেঙ্কো টেলিগ্রাম পোস্টে জানান, ইউক্রেনের মধ্যাঞ্চলের রিভিয়ি রিগ শহরের কেন্দ্রস্থলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র নয়তলা একটি আবাসিক ভবনে আঘাত হানে।
এদিকে, মস্কোয় একটি বহুতল ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, গত রাতে ইউক্রেন থেকে পাঠানো কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত দুই দিনে এটা নিয়ে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলার শিকার হলো মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় ইউক্রেনকে দায়ী করেছে। এছাড়াও কৃষ্ণসাগরে একটি রুশ নৌকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ সময় তিনটি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া।