গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম এখন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সাথে চুক্তি না বাড়ানোর ঘোষণার পর থেকে
তাকে ঘিরে বেশ কয়েকটি ক্লাবের নাম শোনা যায়। তবে এসব খবরের একটি বড় অংশই ছিলো গুঞ্জন। সকালে এই ক্লাবের নাম চাউর হয় তো বিকেলে আরেক ক্লাবের নাম শোনা যায়। এবার এমবাপ্পের সাথে জড়িয়েছে ইংলিশ ক্লাব লিভারপুলের নাম।
কিছুদিন আগে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়, ফরাসি এই তারকার সাথে চুক্তি করতে চায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে এই খবর নাকচ করে দেয় বার্সা। ইংলিশ ক্লাব চেলসিও নাকি এমবাপ্পেকে নিতে আগ্রহী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন অবস্থান ব্যাখা করেনি চেলসি। এবার ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিরর জানিয়েছে, এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নিতে চায় লিভারপুল।
প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে সিঙ্গাপুরে রয়েছে লিভারপুল। কালাংয়ে আগামীকাল বায়ার্ন মিউনিখের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে লিভারপুল। সেখানেই স্কাই জার্মানির সঙ্গে আলাপচারিতার সময় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। বেশ রসিকতা করেই এর জবাব দিয়েছেন এই জার্মান কোচ। তিনি বলেন, ‘আমরা এটা নিয়ে হেসেছি।’ এমবাপ্পের সঙ্গে কোনো ধরনের চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন দলটির জার্মান কোচ। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ক্লপ, ‘সত্যিকার অর্থেই সে ভালো একজন খেলোয়াড়। কিন্তু আর্থিক শর্তটা আমাদের জন্য মানানসই নয়।’
তবে বাস্তবতা মেনে উত্তর দিলেও অবশ্য একটা ‘কিন্তু’ও রেখে দিয়েছেন ক্লপ। এই আলোচনার ভবিষৎ নিয়ে ক্লপ বলেন, ‘গল্পটা আমি এখানেই নষ্ট করতে চাই না। কিন্তু আমি যদ্দূর জানি, এমন কিছু হচ্ছে না। আবার এমনও হতে পারে ক্লাবের কেউ কোনো প্রস্তুতি নিচ্ছে। হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখানে আমার আট বছরে এমন কিছু হয়নি। এটাই হয়তো প্রথম হবে!’