ডিবি অফিসে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের ছবি ও ভিডিও প্রকাশ করাতে দোষের কিছু দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গোয়েন্দাদের কাজই তো এটা। মতবিনিময়ের সময় মন্ত্রীর পাশে বসে থাকা দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরফাতকে দেখিয়ে তিনি বলেন, এটা তো ওদের দিয়ে হয়নি। যা সত্য, সেটা আসছে। উনি তো রুই মাছ দিয়ে খেলেন। উনি কেন খাইলেন? এত ক্ষুধা! তিন দিন খাইনি আমরা, এমনও তো হয়েছে।’
বিদেশিদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না, সুদান দু-তিন ভাগ হয়ে যাচ্ছে, গতকালই একটা ক্যু হয়েছে, কাগুজে একটা প্রতিবাদ ছাড়া কিছু করতে পারছে না। সবারই আয়নায় নিজের চেহারা দেখা উচিত।’
এসময় আগামী নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কোনও বিদেশি দূত তত্ত্বাবধায়ক সরকার চায়নি। শেখ হাসিনার পদত্যাগ বা সংসদ ভেঙে দেওয়ার কথা বলেনি। তাদের দাবি একটা শান্তিপূর্ণ নির্বাচন। তাদের দাবি আমাদের দাবি এক। আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমাদের কারণে নির্বাচন শান্তিপূর্ণ না হলে আমরা দায়ী থাকব। অন্যদের কারণে যদি শান্তিপূর্ণ না হয়, তারা দায়ী থাকবে।’