আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে গণ বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে ফারইস্ট ইন্টার‌ন্যাশনাল ইউনিভার্সিটি। রোববার (৩০ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনালে দুই দল।

নির্ধারিত সময়ের মধ্যে কোনও দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে পাঁচটি পেনাল্টি শটের মধ্যে চারটি ফারইস্ট ইন্টার‌ন্যাশনাল ইউনিভার্সিটির জালে জড়ায় গবির ফুটবলাররা। ফারইস্টের পাঁচটি শটের দুটি থেকে গোল পায় তারা। ফলে ৪-২ গোলেই জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হয় গণ বিশ্ববিদ্যালয়।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মোঃ হৃদয় আর ছয়টি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাজ্জাদ হোসেন, মোঃ আলামিন ও স্বাধীন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান কিরণ।

খেলা শেষে পুরষ্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় দলের কোচ ও ফুটবলার এবং টুর্নামেন্ট কমিটির প্রধান গোলাম সারোয়ার টিপু, ইস্পাহানী-প্রথম আলো ও প্রতিদ্বন্দ্বি দুটি বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।