রং দেয়া মেসির দেয়ালচিত্রকে আগের রূপ দিলেন সমর্থকেরা

ইউরোপের পাঠ চুকিয়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেই ঘোষণার পর থেকেই মেসি–জ্বরে কাঁপছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে অভিষেক হয়ে গেছে ফুটবল জাদুকরের। প্রথম ম্যাচের অন্তিম মুহুর্তে ফ্রি কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিতের পরের ম্যাচেই করেছেন জোড়া গোল। তাতে মেসি উন্মাদনা বেড়েই চলেছে ফ্লোরিডা থেকে মার্কিন মুল্লুকের সর্বত্রই। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মেসির নান্দনিক একটি দেয়ালচিত্র অঙ্কন করে ইন্টার মায়ামির কট্টর সমর্থক গোষ্ঠী ভাইস সিটি ১৮৯৬।

তবে মেসির মায়ামিতে যাওয়ায় খুশি নন অনেকেই। বিশেষ করে ইন্টার মায়ামির প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোর কট্টর সমর্থকেরা। আর তা না হলে কি কেউ লোকচক্ষুর অন্তরালে মেসির এই দেয়ালচিত্র নষ্ট করে! ভাইস সিটি ১৮৯৬ এর আঁকা দেয়াল চিত্রটির বিভিন্ন জায়গায় বেগুনি রং ব্যবহার করে তা নষ্ট করেছে প্রতিপক্ষ দলের সমর্থকেরা। তবে কারা এই কাজ করেছেন, সেটি নিশ্চিত না হওয়া গেলেও সন্দেহের তীর মায়ামি এফসি ও অরল্যান্ডো সিটি এফসির সমর্থকদের দিকে।

এই ঘটনার যোগ্য জবাব দিয়েছেন ইন্টার মায়ামি সমর্থকরা। রং দিয়ে নষ্ট করা দেয়ালচিত্র আগের রূপে ফিরিয়ে এনে এর পাল্টা জবাব দিয়েছেন সমর্থক গোষ্ঠীটি। তবে এখনো সেই কাজ পুরোপুরি শেষ হয়নি। আগের রূপে ফেরাতে আরও দু-তিন দিন সময় লাগবে বলে জানানো হয়েছে সমর্থক গোষ্ঠীটির পক্ষ থেকে।

এই দেয়ালচিত্রের ডিজাইনার মোরামার্কো বলেন, ‘এই ঘটনার পর আমি গ্রুপ চ্যাটে একটা বার্তা পাঠাই, সবাইকে সাহায্য করার অনুরোধ করি। আমি বিশ্বাস করতে পারছি না কত মানুষ এগিয়ে এসেছে। সামষ্টিক এই কাজে আমরা গর্বিত। দেয়ালচিত্র নষ্টের এই প্রচেষ্টা আমাদের একত্র করেছে।’