নিউজিল্যান্ডের নারী ফুটবল দলের হোটেলে আগুন

মেয়েদের বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠেছে তিন দিন আগে। আর এর মধ্যেই দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে শান্তিপ্রিয় দেশটিতে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ের ম্যাচের প্রাক্কালে অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে তিনজন প্রাণ হারায়। এবার নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপ দলের টিম হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তাসমান পাড়ের দেশটিতে সহিংসতার ঘটনা এমনিতেই বিরল। টিম হোটেলে আগুন লাগার বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করা হচ্ছে। শনিবার রাতের এই আগুনে নিউজিল্যান্ড দলের কারোরই বিপদ হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল। তিনি বলেন, ‘সব খেলোয়াড় আর কর্মকর্তা ঠিক আছে। আজ ভালোভাবে অনুশীলনও করেছে ফুটবলাররা।’

অগ্নিকাণ্ডের পর অল্প সময়ের জন্য শুধু নিউজিল্যান্ড নারী দলকে ওই হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। সাময়িকভাবে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হোটেলের পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিতে হয়েছিল।

প্র্যাগনেল ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করেন। আর এটা কোনোভাবেই নারী বিশ্বকাপ বা নিউজিল্যান্ড দলকে উদ্দেশ্য করে ঘটানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। এর আগে অকল্যান্ডে বন্ধুকধারীর হামলাকেও বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিল ফিফা।