সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি জোটের দু’দিনের পদযাত্রা কর্মসূচি পালন করছে রাজধানীসহ সারাদেশে। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে দলটির নেতাকর্মীরা। এতে অংশ নিতে বুধবার সকাল থেকে এলাকায় জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
পদযাত্রা শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। মিছিল নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন তারা। আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের সামনে ট্রাকে সমাবেশের জন্য অস্থায়ী মঞ্চ করা হয়। সেখানে মহানগর বিএনপির নেতারা বক্তব্য দেন।
তারা বলেন, দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে আর চায় না। আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন হবে না। তাই এই সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।