বাংলাদেশ কোনও অপশক্তির সাথে আপোস করবে না। যাদের হাতে রক্তের দাগ তাদের সাথে কোনও সংলাপ, আপোস হবে না, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেছে আওয়ামী লীগ। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এক দফা হচ্ছে সংবধিানসম্মত নির্বাচন। আমরা কোনও বাধা দিব না। কাউকে আক্রমণ করতে যাব না। বিদেশু বন্ধুদের বলব, আপনারা চান অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কিন্তু সে নির্বাচনে কেউ বাধা দিতে আসলে আমরা তাদের প্রতিহত করবো।
দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ যখন খেলতে নামবে তখন কোনও অপশক্তি সামনে আসতে পারবে না। নয়াপল্টনের কাদামাটিতে বিএনপির এক দফার স্বপ্ন আটকে গেছে। তাদের স্বপ্ন ডিসেম্বরের গোপীবাগে গিয়ে মরে গেছে। এখন স্বপ্ন দেখছ শেখ হাসিনার সরকারের পদত্যাগ আর তত্বাবধায়ক সরকার। কিন্তু তাদের সে স্বপ্ন কাদামটিতে আটকে গেছে। আমাদের দাবি শেখ হাসিনার অধীনে ছাড়া নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে।’
ওবায়দুল কাদের বলেন, মাঠে আছেন, মাঠে থাকবেন। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গিবাদ, লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। এজন্য তারা শেখ হাসিনাকে হিংসা করে। বিএনপি পদ্মাসতেু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, একদিনে শতসেতুর উদ্বোধন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চায়নি। শেখ হাসিনার অপরাধ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন আর র্স্মাট বাংলাদেশ গড়তে চাওয়া।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকটে কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দীন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, সাংগঠনকি সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা।
ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদে মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবশে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি মেযর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবরিসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।