আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে অনন্য এক মাইলফলক ছুয়েছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানতে ২৫০তম ম্যাচ খেলার কৃতিত্ব দেখালেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকার ম্যাচটিতে মুশফিকের দিকেও তাই থাকছে বাড়তি নজর।
২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিলো মুশফিকের। সে ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে ক্যারিয়ারে ৫০তম ওয়ানডেতেও ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। মুশফিক ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলেছেন বাংলাদেশের মাটিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডেটিও ঘরের মাঠে খেলেছেন মুশফিক। ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে সেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের প্রথম ম্যাচটি ছিল মুশফিকের ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডে। আর ২০১৯ সালে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চে ২০০তম ওয়ানডে খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের হয়ে অন্তত ২০০ ওয়ানডে খেলেছেন পাঁচ ক্রিকেটার। পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত এই পাঁচ জনের ম্যধে সবার উপরে মুশফিক। ২৪১ ম্যাচ খেলে এই তালিকার দ্বিতীয় স্থানে তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডের পর আকস্মিক অবসরের ঘোষণা দিলেও, একদিনের ব্যবধানে তা প্রত্যাহার করে নিয়েছেন তামিম। এরপরই আছেন সাকিব আল হাসান। দেশের জার্সিতে ২৩৩ ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। আর সমান ২১৮টি করে ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও, জাতীয় দলের অধ্যায়টা তাদের শেষ সেটা বলাই যায়।