ভাগনার বিদ্রোহের সমাধানে চীন-ভারতকে ধন্যবাদ পুতিনের

ভাড়াটে যোদ্ধা দল ‘ভাগনার’ বিদ্রোহের সময় পাশে থাকার জন্য চীন ও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন পুতিন। দুই সপ্তাহ আগের ওই বিদ্রোহের পর প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন রুশ প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংও অংশ নেন।

এসসিও সম্মেলনে পুতিন বলেন, ‘রাশিয়ার জনগণ যেকোনো সময়ের তুলনায় এখন বেশি ঐক্যবদ্ধ। সাংবিধানিক শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার নেতৃত্বের নেওয়া পদক্ষেপের প্রতি এসসিওর সদস্য যেসব দেশ সমর্থন জানিয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যাপকভাবে এর প্রশংসা করছি।’

বক্তব্যে ভ্লাদিমির পুতিন আরো বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও উসকানির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মস্কো। তিনি বলেন, বিশ্বে নতুন একটি অর্থনৈতিক সংকটের ঝুঁকি বাড়ছে। এসব সমস্ত সমস্যার সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এসসিওর আঞ্চলিক সন্ত্রাস দমন কাঠামোয় সংস্কার আনার প্রস্তাব দিয়েছেন পুতিন।

সম্মলনে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হিসেবে বেলারুশকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পুতিন। সংস্থাটির সদস্য হিসেবে আছে চীন, ভারত, কাজাখস্থান, কিরগিজস্থান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এর বাইরে বেলারুশ, মঙ্গোলিয়া ও ইরান এই সংস্থার পর্যবেক্ষক মর্যাদায় রয়েছে।

Reendex

Must see news