লিটনেই আস্থা রাখলেন রাজশাহী নগরবাসী

আবারও আধুনিক রাজশাহীর রূপকার এএইচএম খায়রুজ্জামান লিটনকেই নগর পিতা হিসেবে বেছে নিলেন রাজশাহীবাসী। বুধবার অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে স্মরণকালের সবচেয়ে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লিটন।

বুধবার রাতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন বেসরকারিভাবে লিটনকে বিজয়ী ঘোষণা করেন। এনিয়ে তৃতীয়বার রাসিকের মেয়র নির্বাচিত হলেন খায়রুজ্জামান লিটন।

আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১৫৫টি কেন্দ্রে এক লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৩৯৩ ভোট। 

ফলাফল ঘোষণার পরই উল্লাসে মেতে উঠেন লিটনের কর্মী সমর্থকরা। মুহূর্তেই রাজশাহী শহর উৎসবের নগরীতে পরিণত হয়। তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিটন রাজশাহীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আগামী দিনগুলোতে সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করতে চান।

এর আগে বুধবার (২১ জুন) সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল টায় শেষ হয়। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাসিক নির্বাচনে ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কিন্তু প্রচণ্ড গরম আর বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে বেশিরভাগই সাবেক কাউন্সিলরাই বিজয়ী হয়েছেন।