পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে মাদারীপুরের এসপি’র নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে ইজারাদের সাথে মতবিনিময় করেছেন মাদারীপুরের পুলিশ সুপার। বুধবার (২১ জুন) সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মো: মাসুদ আলম এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা, সহকারী পুলিশ সুপার (অপারেশন) মনিরুল ইসলাম, জেলার পাঁচ থানার ওসি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইজারাদার ও ব্যবসায়ীরা।

সভায় বলা হয়, এবছর জেলা প্রশাসন অনুমোদিত ৩৩টি স্থানে পশুর হাট বসবে। এসব হাটে যাতে নিরাপদে পশু বিক্রেতা ও ক্রেতা আসতে পারেন সে বিষয়ে কড়া নির্দেশনা দেন পুলিশ সুপার মো: মাসুদ আলম। এসময় তিনি জাল টাকা রোধে জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন, চাঁদাবাজি রোধে স্বেচ্ছাসেবকদের আইডি কার্ডসহ ইউনিফর্ম এবং সরকার নির্ধারিত হারে খাজনা আদায় করার পরামর্শ দেন।