নিজেদের ফুটবলকে ঢেলে সাজাতে তারকা ফুটবলারদের দিকে নজর দিচ্ছে সৌদি আরবের ক্লাবগুলো। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা তারকাদের লক্ষ্য বানিয়েছে দলগুলো। সেক্ষেত্রে ফুটবলারদের বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিচ্ছে তারা। লিওনেল মেসি-মদরিচের মতো তারকারা সে প্রস্তাবে না করে দিলেও, সবাই তেমনটা করবেন তার কোনও নিশ্চয়তা নেই। তাতে কপালের ভাঁজ বেড়েছে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। তবে উরোপিয়ান ক্লাবগুলোর ভয় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই প্রধানের মতে, ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ফুটবলারদের জন্য অর্থ ব্যয় করে ভুল করছে সৌদি আরব। গত ছয় মাসের মধ্যে সৌদি আরবের আল নাসর ও আল ইত্তিহাদ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে আরো বেশ কয়েকজন তারকা ফুটবলারকে এই মৌসুমে দলে টানতে চায় প্রো লিগের দলগুলো।
সেফেরিন বলেন, ‘আমি মনে করি, এটা সৌদি আরবের ফুটবলের ভুল। বয়স্ক ফুটবলারদের পেছনে এত অর্থ ব্যয় না করে তাদের একাডেমিতে বিনিয়োগ করা উচিত, কোচ আনা উচিত, নিজেদের খেলোয়াড় তৈরি করা উচিত। ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা খেলোয়াড় দিয়ে ফুটবল কাঠামোর উন্নতি করা যাবে না। একই রকম ভুল চীনও করেছিল’
রোনালদোকে বছরে প্রায় ২০ কোটি ইউরো বেতন দেয় তার ক্লাব আল নাসর। সাথে আরও ১০ কোটি ইউরোর বেশি পাবেন বোনাস হিসেবে। আর এই দলবদলে বেনজেমাকেও লোভনীয় প্রস্তাব দিয়ে দলে নিয়েছে আল ইত্তিহাদ।
সৌদি প্রো লিগের দলগুলো ইউরোপে সেরা সময় পার করা খেলোয়াড়দের কিনছে উল্লেখ করে সেফেরিন বলেন, ‘সেখানে যাওয়া একজন শীর্ষ খেলোয়াড়ের নাম বলেন তো আমাকে, যার বয়স বেশি নয় কিংবা ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। ফুটবলাররা সেরা প্রতিযোগিতায় খেলতে চায়, সেরা প্রতিযোগিতায় জিততে চায়।’