ব্রাজিল মানেই মাঠ ও গ্যালারি হলুদে ছেয়ে যাওয়া। তবে কাল গিনির বিপক্ষে ম্যাচের শুরুতে দেখা যায়নি সেই চিরচেনা দৃশ্য। এসম্পানিওলের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি পরে খেলতে নামে ব্রাজিল। মূলত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হয়ে যাওয়া বর্ণবাদী আচরণের প্রতিবাদে কালো জার্সি পরে খেলতে নেমেছিলো সেলেসাওরা। প্রথমার্ধে কালো জার্সি পরে খেললেও দ্বিতীয়ার্ধে চিরচেনা হলুদ জার্সিতেই দেখা গেছে ব্রাজিলকে।
বর্ণবাদবিরোধী অবস্থানের অংশ হিসেবেই এই প্রীতি ম্যাচটির আয়োজন করা হয়। ‘বর্ণবাদ নিয়ে কোনো খেলা নয়’-এই স্লোগান নিয়ে গিনির মুখোমুখি হয়েছিলো ব্রাজিল। ম্যাচের শুরুর আগে হয়েছে হাঁটু গেড়ে প্রতিবাদ জানান ফুটবলাররা। আর ম্যাচে আধিপত্য দেখিয়ে ৪-১ গোলে জয় তুলে নেয় লাতিন পরাশক্তিরা।
ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন জোয়েলিন্টন। ব্রাজিলের জার্সিতে এই নিউক্যাসল তারকার প্রথম গোল এটি। ৩ মিনিট পর দারুণ ফিনিশিংয়ে লিড বাড়ান রদ্রিগো। তবে বিরতির আগেই এক গোল শোধ করে গিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে এদের মিলিতাওয়ের গোলে ব্যবধান বাড়ায় সেলেসাওরা। আর ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের এই ম্যাচটিতে কলঙ্ক এড়াতে পারেনি। খেলা চলাকালীন সময়ে মাঠেই বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়ুসের বন্ধু এবং উপদেষ্টা ফিলিপে সিলভা। এই ঘটনায় টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। টুইট বার্তায় এমন আচরণকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তিনি।