উগান্ডার একটি স্কুলে বন্দুক হামলায় ৪০ জন নিহত

উগান্ডার একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে পশ্চিমাঞ্চলের এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। নিহতের বেশিরভাগই শিক্ষার্থী।

হামলার জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে দায়ি করেছে উগান্ডা পুলিশ। এটি কঙ্গো ভিত্তিক উগান্ডার একটি সংগঠন। পুলিশ জানায়, হামলার পর দলটি কঙ্গোর বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যায়। ডিআর কঙ্গোর সঙ্গে উগান্ডার সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে স্কুলটির অবস্থান।

জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা শনিবার এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত স্কুল থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোকে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়।

হামলাকারীরা ওই অঞ্চলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। স্কুলের অনেক ছাত্র এখনও নিখোঁজ থাকায় আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে অপহরণের আশঙ্কাও করা হচ্ছে।

Reendex

Must see news