আরেকটি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্ট মাঠে গড়াবে কাল। ম্যাচটি সামনে রেখে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে ক্রিকেটাররা। মঙ্গলবার মিরপুরের একাডেমি মাঠে নিজেদের ঘাম ঝরিয়েছেন দুই দলের খেলোয়াড়েরা। মাঠে নামার আগে নিজেদের ভুল-ত্রুটি শুধরে শতভাগ নিঙরে দেয়ার লক্ষ্য ক্রিকেটারদের।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে আত্নবিশ্বাসী বাংলাদেশ দল। নিজেদের মাঠে খেলা হওয়ায় খানিকটা ফুরফুরে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক অবস্থানে টাইগার শিবির। ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন লিটন-ইবাদতরা। তবে একাদশ নিয়ে এখনো কিছু অস্বস্তি কাজ করছে বাংলাদেশের।
চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন লিটন দাস। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে আত্নপ্রকাশ করবেন লিটন। তবে ওপেনার তামিম ইকবালের চোট ও তাসকিনের বিশ্রাম চিন্তায় সেরা একাদশ পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।
পিঠের পুরোনো ব্যাথায় ভুগছেন তামিম। রোববার থেকে অনুশীলন করলেও ব্যাথা নিয়ে অস্বস্তিতে থাকতে দেখা গেছে তামিমকে। ফ্রন্ট ফুটে স্বাচ্ছন্দ্যে থাকলেও, ব্যাকফুটে খেলতে গেলেই ব্যাথায় কাতরে উঠতে দেখা যায় তাকে। আজও অনুশীলন করেছেন তামিম। দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান, তামিমের অবস্থা পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাও জানিয়েছেন তিনি।
আর তাসকিন আহমেদ চোট থেকে ফিরলেও আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনা থেকে তাকে না খেলানোর পথেও হাঁটতে পারে বাংলাদেশ। তাসকিন সবশেষ ম্যাচ খেলেছেন গত ৩১ মার্চ, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আর সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে। তাসকিনকে দলের সঙ্গে রাখা হয়েছে মূলত অনুশীলনের জন্য। হাথুরুসিংহে বলেন, ‘তাসকিন এখন পর্যন্ত দারুণ অনুশীলন করেছে। সে পুরোপুরি চোট মুক্ত ও খেলার জন্য প্রস্তুত।’
তুলনামূলক নতুন এক দল নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে আফগানিস্তান। বিশ্রাম দেয়া হয়েছে রশিদ খানকেও। তবুও বাংলাদেশের বিপক্ষে ভাল কিছুর প্রত্যাশা আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহীদির। দুই বছর আগে টেস্ট অধিনায়কের দ্বায়িত্ব পেলেও এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তার নতুন যাত্রা। তবে বোলিংয়ের মূল অস্ত্র রশিদ না থাকলেও তরুণদের নিয়ে আশাবাদী আফগান অধিনায়ক।
তবে অভিজ্ঞতার কারণে আফগানদের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সচরাচর মিরপুরে সবুজ উইকেট দেখা যায় না। এই ম্যাচে এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তিনি। আফগানদের বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে চান লিটন। একাদশ নিয়ে কিছুটা সংশয় থাকলেও, ক্রিকেটারদের সামর্থ্যের উপর ভরসা রাখছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।