ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল দি মারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোষ্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০২২ সালে পিএসজি থেকে এক বছরের চুক্তিতে তুরিনের ক্লাবটিতে নাম লিখিয়েছিলেন দি মারিয়া।
জুনে চুক্তির মেয়াদ শেষ হলেও, চুক্তি নবায়নের সম্ভাবনা ছিল দি মারিয়ার। কিন্তু দলবদলে আর্থিক বিবরণীর অনিয়মের দায়ে জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু হলে দৃশ্যপট বদলে যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নেয় সিরি ‘আ’ কর্তৃপক্ষ। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে না জুভেন্টাস। অনিশ্চয়তা আছে ইউরোপা লিগে জায়গা পাওয়া নিয়েও। পরিবর্তিত পরিস্থিতিতে দি মারিয়া ও ক্লাব কর্তৃপক্ষ আলোচনায় বসলেও সেটা ফলপ্রসূ হয়নি।
বিদায়ী বার্তায় দি মারিয়া জানান, ‘আমি একটা কঠিন পর্যায়ে পৌঁছেছি। বিদায় বেলা সবসময়ই কঠিন। ক্লাবের জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি। তবে কোন শিরোপা না জেতার তিক্ত স্বাদ নিয়েই বিদায় বলতে হচ্ছে।’ এসময় জুভেন্টাসে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে ভালোবাসা ব্যক্ত করেছেন দি মারিয়া। ‘আমি ক্লাবে একটা দুর্দান্ত, আনন্দময় ড্রেসিংরুমের অংশীদার ছিলাম। প্রথম দিন থেকে সবাই আমাকে যে স্নেহের আলিঙ্গনে আবদ্ধ করেছে, সে জন্য আমার সব সতীর্থকে ধন্যবাদ। সব জুভেন্টাস ভক্তকে ধন্যবাদ। জুভেন্টাস, তোমাকে আমি আমার হৃদয়ে ধারণ করি।’
২০২২-২৩ মৌসুমে জুভেন্টাসে জার্সি গায়ে ৩৮ ম্যাচে ৮ গোল করেছেন আনহেল দি মারিয়া। তার সম্ভাব্য নতুন গন্তব্য স্থল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বিশ্বকাপজয়ী এই উইঙ্গারকে দলে নিতে নাকি আগ্রহী বেশ কয়েকটি ক্লাব। ইতালির একটি সংবাদমাধ্যমের খবর, ৩৫ বছর বয়সী এই আর্জেন্টাইনকে দলে টানতে চায় ৩৩ বছর পর সিরি ‘আ’র শিরোপা জেতা নাপোলি।