‘সংস্কৃতির অবগাহনে শুদ্ধ হোক প্রতীতি’ এই প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘নাট্যপার্বণ ২০২৩।’ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘জাহাঙ্গীরনগর থিয়েটার’ এই আয়োজন করেছে। এই উৎসবের দ্বিতীয় দিনে আজ মঞ্চস্থ হবে নাটক বনপাংশুল।
মঙ্গবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আলদিন মুক্তমঞ্চে সন্ধ্যা সাড়ে ৭ টায় মঞ্চস্থ হবে অন্তর্যাত্রা থিয়েটার প্রযোজিত নাটক বনপাংশুল। পার্বণের তৃতীয় দিন বুধবার মঞ্চস্থ হবে আরণ্যক নাট্যদল প্রযোজিত নাটক ‘কহে ফেসবুক’। চতুর্থ দিন মঞ্চস্থ হবে জাহাঙ্গীরনগর থিয়েটার প্রযোজিত নাটক দ্বিতীয় মৃত্যুর আগে। পার্বণের পঞ্চম দিন থাকবে দৃশ্যপট থিয়েটার প্রযোজিত নাটক সক্রেটিসের জবানবন্দি এবং পুনর্মিলনী অনুষ্ঠান।
এছাড়াও পার্বণের পঞ্চম দিনে নাট্য শিল্পী আলী মাহমুদকে নাট্যজন এবং গাইবান্ধার সমাজকর্মী রেজওয়ান আহমেদকে গুণীজন সম্মাননা দেওয়া হবে।
জাহাঙ্গীর থিয়েটারের সাধারণ সম্পাদক ওমর ফারুক বান্নাহ বলেন, প্রতিবছর জাহঙ্গীরনগর থিয়েটার সাংস্কৃতিক সংগঠন হিসেবে নাট্যপার্বনের আয়োজন করে থাকে। এবছরও আমরা চেষ্টা করেছি একটি সুন্দর পার্বণ আয়োজন করার। ইতোমধ্যে আমরা সবগুলো নাট্যদলের সাথে কথা বলেছি। আশা করছি ভালোভাবে পার্বণের সব কার্যক্রম শেষ হবে।