রাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় ‘তারুণ্যের জয়গান’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতায় দিনভর নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের জাগ্রত তারুণ্য নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২৯ মে) বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছুদের সহায়তা করেন সংগঠনের সদস্যরা। এই সংগঠনের সদস্যরা দিনভর ভর্তিচ্ছুদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানির ব্যবস্থা, কলম বিতরণ, খাবার স্যালাইন বিতরণসহ বিভিন্ন বিষয়ে সার্বিক সহযোগিতা করেন।

সংগঠনের সভাপতি জোবায়ের আহমেদ বলেন, জাগ্রত তারুণ্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনের সদস্যরা বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাইবার সিকিউরিটি, মেন্টাল হেল্থ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, রাবি ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন। সোমবার ভর্তিচ্ছুদের মাঝে ৫০০ বোতল খাবার পানি, ১০০ খাবার স্যালাইন এবং ৩০০ টি কলম বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জাগ্রত তারুণ্যের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শাহবাজ মিয়া শোভন জানান, এটা মূলত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, ক্যারিয়ার আড্ডা ইত্যাদি নিয়েছে কাজ করে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সার্বিক অগ্রগতির মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে চায়।

জাগ্রত তারুণ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অলাভজনক, অরাজনৈতিক সামাজিক সংগঠন। ‘তারুণ্যের জয়গানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।