বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় ইয়াছিন আলী (৫৫) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২২ মে) সকাল ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আলী বগুড়ার সদরের রাজাপুর ইউনিয়ন খামারকান্দি গ্রামের শায়ের উদ্দিনের ছেলে। অবসরের পর তিনি ট্রাস্ট ব্যাংক মাঝিড়া ক্যান্টনমেন্ট শাখায় অফিস সহকারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ইয়াছিন আলী মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে শাজাহানপুর উপজেলার পরিষদের সামনে তাকে একটি বাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় ঘাতক বাহনটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান স্থানীয়রা। তারা আরও জানান, ইয়াছিনকে মৃত অবস্থায় তারা রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর জয়নাল আবেদীন জানান, ঘাতক যানটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।