বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত যার মাথার উপর থাকে সে হাজার মানুষের মধ্যে সৌভাগ্যবান, কিন্তু সেই আশীর্বাদের হাত যার মাথার উপর থেকে একবার সরে যায়, সেই ব্যক্তি যত ক্ষমতাধরই হোক না কেন চোরাবালিতে পড়ে যায়। বাঁচার জন্য যতই চেষ্টা করে ততই গভীরে তলিয়ে যায়। দুর্বৃত্ত জাহাঙ্গীরের অবস্থা এখন সে রকম। কোনভাবেই সে আর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হতে পারবে না। এসব মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জি।
মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর মহানগরের ৩৪, ৩৫ নং ওয়ার্ডের গাছা, ছয় দানাসহ বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
নির্মল কুমার আরও বলেন, এই জাহাঙ্গীর ক্ষমতায় থেকে রাজনীতিকে দুর্বৃত্তায়ন করেছে, প্রতারণা করেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে। রাজনীতিতে কখনো সত্য-মিথ্যার সংমিশ্রণ চলে না।
তিনি বলেন, জাহাঙ্গীরের মতো একটা দুর্বৃত্ত প্রতারকের মতো কেউ যেন গাজীপুরে আওয়ামী লীগের রাজনীতিতে না আসে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।
কেন্দ্রীয় এই নেতা বলেন, পুরুষ নেতাকর্মীরা মাঠ সামলাবেন, আমাদের মা-বোনেরা ঘর সামলিয়ে নৌকার পক্ষে জোরেশোরে প্রচারণা চালাবেন, নৌকার জয় ছিনিয়ে আনবেন। শেষ হাসি নৌকার সমর্থক ও কর্মীরাই হাসবে। নৌকার প্রার্থী আজমত উল্লা আওয়ামী লীগের পরীক্ষিত নেতা। ১৯৭৭ সালে জিয়ার হ্যাঁ না ভোটে এই গাজীপুরের মানুষ না ভোট দিয়েছিল, জিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। আপনারা হচ্ছেন মর্যাদাপূর্ণ মানুষ, এবারও সিটি করপোরেশনের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করবেন।