আজ থেকে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ছে। নতুন সময় অনুযায়ী এখন থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে চলাচল করবে মেগাসিটির এই আধুনিক বাহনটি। সকাল আটটা থেকে দুপুর দু’টা পর্যন্ত চলবে মেট্রোরেল। এর আগে গত বৃহস্পতিবার ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদ সম্মেলন করে এই খবর জানিয়েছিলেন।
নতুন শিডিউলের বিষয়ে এম এ এন সিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা নয়টি স্টেশনের সবক’টি চালু হয়েছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান তিনি। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে যাত্রীদের সেবা দেবে মেট্রোরেল।
তিনি আরও বলেন, আসছে ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণকাজ এগিয়ে চলছে।
ডিএমটিসিএল এমডি বলেন, গত বুধবার পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন করে আয় হয়েছে ছয় কোটি ২০ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ১০ লাখ ৭৭ হাজার। খরচ হয়েছে সাত কোটি ৩৩ লাখ টাকার মতো। খরচেরবড় অংশ ব্যয় হয়েছে বিদ্যুতের জন্য। এছাড়াও রক্ষণাবেক্ষণ, কর্মকর্তা-কর্মচারিদের ও অন্যান্য খরচ রয়েছে।
গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন থেকে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর ধাপে ধাপে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠা-নামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকছে।
৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা ব্যয়ে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলের নির্মাণকাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশ চালু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশ চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। আর ২০২৫ সাল নাগাদ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।