পবিপ্রবিতে বাঁধনের নবীন বরণ ও ইফতার মাহফিল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নবীন বরণ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজনের অনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বাঁধনের নবীন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এরপর জীবন রক্ষায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা নিয়ে আলোচনা করেন বাঁধনের উপদেষ্টারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাঁধনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এসময় তিনি বলেন, বাঁধন একটি সামাজিক সংগঠন, তারা রক্তদানের মতো মহৎ একটি কাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। এই ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী ও কর্মচারিরা বাঁধনের মাধ্যমে উপকৃত হয়েছে, আমি নিজেও কয়েকবার বাঁধনের মাধ্যমে সেবা পেয়েছি, আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং বাঁধনের রক্তদাতা সদস্যরা।

বাঁধনের ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন পবিপ্রবি শাখার (বরিশাল জোন) সভাপতি মোঃ আসাদুজ্জামান। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।